নবীনগরে বাবাকে শেষবারের মতো একবার দেখতে এসে নিজেই শেষ
- March 31,2020
- 929 views
বাবার মৃত্যুসংবাদ শুনে বাবাকে শেষবারের মতো দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় মেয়েসহ তিনজন লাশ।
স্টাফ রিপোর্ট ৩১/৩২০২০ইং
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর ইউনিয়ন এর বাঘাওরা গ্রামের আবু বক্কর সিদ্দিক ৭০ নামে এক ব্যক্তি মৃত্যু বরণ করেন।
এই খবর শুনে তার মেয়ে পারভিন আক্তার বাবাকে শেষবারের মতো এক নজর দেখতে চট্টগ্রাম থেকে স্বামীকে নিয়ে প্রাইভেট কার যুগে নবীনগর আসার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে চালক ও মেয় পারভিন তার স্বামী সহ তিনজন নিহত হয়।
এই ঘটনাটি ঘটে আজ৩১/৩২০২০ রোজ মঙ্গলবার দুপুরের দিকে নবীনগর এর পার্শ্ববর্তী থানা বাংগরা বাজার এর কোরবানপুর নামক স্থানে।
পুলিশ লাশগুলো উদ্ধার করে বাঙ্গরা থানায় নিয়ে যায়।
নিহত পারভীন এর স্বামীর বাড়ি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে বলে পুলিশ জানায়। ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন(২৭) এর স্ত্রী পারভীন আক্তার।
এছাড়া আব্দুর রহমান (২৮) নামে ওই কারের চালকের বাড়ি নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামে। সে ওই গ্রামের আবুল বাশারের ছেলে।
এলাকাবাসী জানায়, পারভীন বাবার মৃত্যুর খবর পেয়ে বাবাকে একনজর দেখার জন্য এসে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন।
এই দুর্ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।