নবীনগর পুলিশের হ্যান্ড মাইক নিয়ে সচেতনতামূলক প্রচারনা।
- April 2,2020
- 811 views
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান এর নির্দেশ মোতাবেক প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে,নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ রনজিত রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে আজ ২/৪/২০২০ নবীনগর বাজার এলাকায় জনসচেতনামূলক প্রচারণাৎ মাইকিং করেন।এলাকায় অবস্থানরত লোকজনকে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য এবং প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন।
আজকের দিন ছড়াও করোনা ভাইরাস মোকাবেলায় নবীনগর উপজেলা প্রশাসনের ভূমিকা সত্যি প্রশংসনীয়।নবীনগর থানা প্রহসনের অফিসার ইনচার্জ রনজিত রায় ওসি তদন্ত রুহুল আমিন অত্যন্ত গুরুত্ব দিয়ে করোনা মোকাবেলার জন্য যা যা করা প্রয়োজন তা করে আসছেন।
নবীনগর উপজেলার নিবার্হী কর্মকর্তা জনাব মাসুম উনি অত্যন্ত বিচক্ষণ,বিনয়ী,ন্যায়-নীতির এক মূর্ত প্রতীক।
জনাব মাসুম নবীনগরের প্রত্যেকটি ব্যক্তিকে তার পরিবারের সদস্য মনে করেন।নিজের পরিবারের সুরক্ষার জন্য মানুষ যা করেন তা তিনি নবীনগরবাসীর জন্য চেষ্টা করে যাচ্ছেন।তাছাড়া তিনি জনসচেতন ও অসহায় ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে থাকার জন্য সব সময় চেষ্টা করছেন।গতকাল উনি উনার ফেসবুকে এক করোনা নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেয়।যা পড়লে যে কেউ করেনা সম্পর্কে সচেতন হতে বাধ্য হবে।
এখন পর্যন্ত নবীনগর উপজেলায় কোন ধরনের করুণা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি।
phnewsbd.com এর পক্ষ থেকে নবীনগর উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা,মহান রাব্বুল আলামীন যেন উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সকল কর্তাব্যক্তিসহ সকল সদস্যকে ভালো রাখেন।পাশাপাশি নবীনগর উপজেলা সহ সারা দুনিয়ার মানুষকে এই মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি দান করেন।আমিন।