একদিনে ১৩৫৫ জনের মৃত্যু
- April 3,2020
- 1040 views
করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে ফ্রান্সে। গত ২৪ ঘন্টায় সেখানে ঝড়েছে ১৩৫৫ জনের।
এ নিয়ে ইউরোপের দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ হাজার ১০৫ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ৪২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪১ হাজার ২৯০ করোনা আক্রান্ত ব্যক্তি। যাদের মধ্যে ৬ হাজার ৩৯৯ জনের অবস্থা সংকটাপন্ন।
এদিকে, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৩ হাজার ১৬৬ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর সংক্রমণে মারা গেছেন ৫,৯৭৪ জন। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ১৪ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৫১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ১২ হাজার ১৮ জন।
বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৪৯ হাজার ৫৬৩ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৩৭ হাজার ৬৯৮ জন।
ঘটনাপ্রবাহঃকরোনা ভাইরাস।
সূএ;DBC NEWS