শবেবরাত রাতে যুবক খুন
- April 10,2020
- 806 views

পবিত্র শবে বরাতের রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজার হায়দরপুর গ্রামে। নিহত যুবক ফাহিম আহমদ (২৪) আব্দুল মানিকের ছেলে । তিনি কাতার থেকে ৩-৪ মাস আগে দেশে আসেন।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।
সূএ:bdnews63
