ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন ঘোষণা
- April 12,2020
- 938 views
স্টাফ রিপোর্টারঃ গত ১১/৪/২০২০ইং ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের কনফারেন্স রুমে “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির” সভায় জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খাঁন, সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন ঘোষনা করেন। লকডাউন চলাকালীন সময় জরুরি পরিসেবা চিকিৎসা, কৃষিপণ্য, গবাদি পশু খাদ্য, খাদ্যদ্রব্য সংগ্রহ,সরবরাহ , গণমাধ্যম কর্মীরা এর আওতার বাইরে থাকবে। জরুরি সেবা পরিচালনা করার জন্যে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক আওতামুক্ত মুক্ত থাকবে। এই সময় জেলা প্রশাসক জানায় যারা এই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লকডাউন সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানায়, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা দেয়া না পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। লকডাউন চলাকালে যে কেউ এই জেলাতে প্রবেশ করতে পারবে না, তেমনিভাবে এ জেলার বাসিন্দারাও অন্য জেলায় যেতে পারবে না।তাছাড়া নিরাপত্তা জোরদার করতে মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে ।নৌপথে যেন এই জেলায় কেউ প্রবেশ করতে না পারে এবং এই জেলা থেকে অন্য জেলায় না যেতে পারে সেই জন্য নদীপথে টহল ব্যবস্থা করা হবে এবং প্রত্যেক গ্রামে একটি কমিটি গঠন করে দেয়া হবে। এই কমিটি এলাকার খাদ্য সংকট ও এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবে।পরিশেষে গণমাধ্যম কর্মীদেরকে তাদের আইডি কার্ড সাথে রাখার আহ্বান জানান তিনি।