ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখের বেশি মানুষ
- April 16,2020
- 648 views
সারা বিশ্বে করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন সাড়ে ২০ লাখের বেশি মানুষ, আর মারা গেছে ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ২০ লাখ ছাড়িয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে এক লাখ ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।তবে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখের বেশি মানুষ।
করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬ লাখের বেশি। এদিকে, ফ্রান্সে একদিনে মারা গেছে একহাজার ৪৩৮ জন। দেশটিতে আক্রান্ত ১৭ হাজারের বেশি।
যুক্তরাজ্যে নতুন করে ৭৬১ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১৩ হাজার। ইতালিতে একদিনে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এছাড়া স্পেনে এখন মৃতের সংখ্যা ১৮ হাজারের বেশি। ইতালি ও স্পেনে কমছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে, বেলজিয়ামে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। আক্রান্ত ৩৩ হাজারের বেশি।
তাইওয়ানে ৩৬ দিনের মধ্যে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি। করোনার বিস্তার রোধে থাইল্যান্ডে ৩০শে এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলের রিও ডি জেনেরিওর গভর্নর উইলসন উইতজেল।
সূত্র:DBC news