গাজীপুরে এক থানায় ২৬ পুলিশ করোনায় আক্রান্ত

গাজীপুর মেট্রোপলিটনের একটি থানায় ২৬ পুলিশ সদস্যর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই থানাটি লকডাউন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস ও মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, গাজীপুরের বটতলা এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন ওই থানার একজন এ এসআই। ওই বাসায় করোনা সংক্রমিত হন একজন নারী। তাদের সংস্পর্শে যাওয়ায় গত ১৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত হন ওই এএসআই।

পরে ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) পুলিশের আরও দুই সদস্য ও একজন আউটসোসিং বাবুর্চিত শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর আইইডিসিআর এর একটি টিম থানায় এসে আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে নেয়।

এদের মধ্যে সোমবার নতুন করে আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ২০ এপ্রিল পর্যন্ত রিপোর্ট প্রকাশ অনুযায়ী গাছা থানায় একজন আউটসোসিংসহ মোট ২৭ জন সংক্রমিত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, ওই থানায় কর্মরত ৭৫ জনপুলিশ সদস্যদের মধ্যে করোনার সংক্রমণ সংখ্যা আরও থাকতে পারে। আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন সহকারী পুলিশ কমিশনার (এসি), একজন পুলিশ পরিদর্শক (তদন্ত) ও তিন নারী পুলিশ সদস্যও। তবে তারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। তারা হোম কোয়ারেন্টিনেই রয়েছেন।

সূত্র:breaking news.com.bd