নবীনগরে গ্রামের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সেচ্ছাসবেক কমিটির বিভিন্ন উদ্যোগ
- April 21,2020
- 1062 views
লাউর ফতেপুর প্রতিনিধি :মজনু রানা।
করোনা ভাইরাসে আতংকিত পুরো পৃথীবি
এই মহামারি'র থাবা থেকে বাদ পড়েনি বাংলাদেশও।
বাংলাদেশের বিভিন্ন যায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে চলছে ঘোষিত লক ডাউন আবার কোথাও কোথাও অঘোষিত লক ডাউন ।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলছে ঘোষিত লক ডাউন ।এই লক ডাউন কে কার্যকর করতে লাউরফতেহপুর যুব সম্প্রদায়ের স্বমন্বয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সেচ্ছাসেবক কমিটি।
নবীনগরে করোনা ভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত অর্থায়নে সচেতনতামূলক মাইকিং এবং সচেতনতা মূলক লেখা সম্বলিত ব্যানার এবং বিভিন্ন রাস্তাঘাট এর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা এবং পৌর এলাকার বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা নিজ গ্রামকে লক ডাওন সর্বপ্রথম শুরু করেন নবীনগর থানার নারায়নপুর গ্রামের কৃতী সন্তান,নবীনগর উপজেলা ছাএলীগের সাবেক আহবায়ক, নবীনগর যুব সমাজের আইকন ,মানবিক নেতা জনাব মোঃ পারভেজ হোসেন ।
তার এই কার্যক্রমে অন্যান্য গ্রামের যুবকরা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে তারা নিজেরাও তাদের নিজ নিজ গ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় কাজ শুরু করেন
আজ নিজস্ব অর্থায়নে স্ব-প্রনোদিত হয়ে ১২নং লাউর ফতেহ্পুর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ সরকারের অনুমতিক্রমে যুব সম্প্রদায়ের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়।
লাউরফতেহপু গ্রামকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই সেচ্ছাসেবী কমিটির লক্ষ্য ও উদ্দ্যেশ্য সচেতনতার মাধ্যমে গ্রামের মানুষকে ঘরে রাখার উদ্ভুদ্ধ করা,সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন সচেতনতা মূলক মাইকিং করা।
প্রতিদিন এক বার করে গ্রামের আনাচে কানাচে জীবানু নাশক স্প্রে করা,প্রতিদিন বাজারের মানুষকে শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ শেষ করে বাজার থেকে দ্রুত বাড়িতে চলে যাওয়ার জন্য উদ্ভুদ্ধ করা।
গ্রামের সকল গুরুত্বপূর্ণ স্থানে হাত ধুয়ার জন্য পানির ড্রাম এবং সাবানের ব্যবস্থা করা,গ্রামে কোন বহিরাগত প্রবেশ করলে কমিটির মাধ্যমে তাদেরকে ১৪দিন হোম কোয়ান্টাইম নিশ্চিত করা সহ সেচ্ছাসেবী এই কমিটির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন মুহুর্তে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করা।
করোনা ভাইরাস প্রতিরোধে এই সেচ্ছাসেবী কমিটির কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে যারা মোঃ ফুরকান উদ্দিন,মোঃ মাইনুল ইসলাম,শাহরিয়ার আনিস,মোঃ মজনু রানা,আব্দুল্লাহ আল মাহফুজ,মোঃ শাহাজালাল,সবুজ আহাম্মেদ,মহসিন খন্দকার,গোলাম কিবরিয়া,হাজি বিল্লাল হুসেন, মোঃ জুহান ফিদা / মোঃ সাহেদ ফকির /মোঃ শফিকুল/প্রিজন সাহা/আলিনুর কন্ট্রোকটর/আপেল /ফারুক সরকার /কবির মিয়া/ আনিছ মিয়া/কাউছার মিয়া/রাজিব মিয়া।
প্রমুখ।
লাউরফতেহপুর যুব সমাজের কার্যকরী উদ্যোগকে স্বাগত জানিয়েছে লাউরফতেহপুর ইউনিয়নের শুশিল সমাজের মানুষ।