লকডাউনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইলে আবারও গণসংঘর্ষ সারাদেশ |
- April 26,2020
- 840 views
করোনা লকডাউনের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইলে আবারও গণসংঘর্ষের ঘটনা ঘটেছে। আলাদা এসব সংঘাতে অন্তত ২৫ জন আহত হয়েছে।
শনিবার বিকেলে পাওনা টাকার জেরে বিজয়নগরের আদমপুর গ্রামে সংঘর্ষ জড়ায় দুপক্ষ। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।
এদিকে সরাইলের ধরন্তি এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এই দুই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।সূএ:Jamuna tv