ঘুড়ির সুতা দিয়ে মুখ কেটে লাগলো ২১৩ সেলাই
- May 2,2020
- 894 views

ডেস্ক রিপোর্ট:সাহিম আল নামক এক ছেলে আজকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ওভারব্রীজ দিয়ে বাইক চালিয়ে আসার সময় মুখ এবং গলার সাথে ঘুড়ির সুতা লেগে ২১৩ টা সেলাই লেগেছে। এবং টানা ৩ ঘন্টা অপারেশন এর পর ডাক্তার শংকামুক্ত ঘোষণা করেছেন। প্রসঙ্গত এই সময়টি ঘুড়ি উড়ানোর তার উপর এখন লক ডাউনের ফলে প্রতি ছাদেই দেখা যাচ্ছে ঘুড়ি উড়ানো হয়। রুগির স্বজনরা বলেন ঘুড়ি উড়ানোতে সবাইকে একটু সাবধানতা অবলম্বন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি,সেই সাথে সাহিম আল যাতে দ্রুত সুস্থ হয় সবায় দোয়া করবেন।
