দেশে একদিনে রেকর্ড ১২০২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৫
- May 15,2020
- 814 views
দেশে গত ২৪ ঘণ্টায় ১২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ । দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৫৩৯ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫৮২ টি। মোট ৪১ ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এরআগে গতকাল বৃহস্পতিবার দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া মারা যায় আরও ১৪ জন।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
এদিকে দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২রা মে ৫৫২ জন, ৩রা মে ৬৬৫ জন, ৪ঠা মে ৬৮৮, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬জন, ৮ মে ৭০৯ জন এবং ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, ১১ মে ১০৩৪ জন, ১২ মে ৯৬৯, ১৩ মে সব্বোর্চ ১ হাজার ১৬২ জন ও ১৪ মে ১০৪১ জন করোনা রোগী শনাক্ত হয়।