নবীনগরে বিচার সালিশ থেকে প্রেমিককে থানায় তুলে নিয়ে অপহরণ ও ধর্ষন এর মিথ্যা মামলা

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের টানে মারুফা (প্রতীকী নাম) নিজ বাড়ি থেকে সেচ্ছায় পালিয়ে যায় শান্তর সাথে। অন্য দিগে মারুফার(প্রতীকী নাম) মা স্থানীয় আওয়ামী নেতা মোঃ পারভেজ হোসেনের কাছে  তার মেয়েকে খুঁজে পেতে সহযোগিতা ও বিষয়টি সুষ্ঠ সমাধানের লক্ষ্যে স্বরনাপন্ন হন। এই নেতা তাদের খুঁজে বের করে উভয় পক্ষের লোক জনকে খবর দিয়ে সালিশে বসেন। সালিশের খবর পেয়ে নবীনগর থানার এস আই  নজরুল সালিশ বৈঠক থেকে মারুফা  (প্রতীকী নাম) ও তার প্রেমিক শান্তকে আটক করে থানায় নিয়ে যায় এস আই নজরুল।পরে থানায় মারুফার (প্রতীকী নাম) মা শিল্পী বেগমকে হুমকি ধমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে জোর পূর্বক প্রেমিক শান্তর নামে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন এস আই নজরুল। এ ঘটনায় রিয়াদুল ইসলাম শান্ত নামে ওই প্রেমিককে থানায় আটক রেখে নবীনগর থানায় একটি অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। 

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার বাড়িখলা গ্রামের মারুফা(প্রতীকী নাম) ৮ জুন সকালে সে বাড়ি 
থেকে বের হয়ে পালিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরের দিন সকল আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ১০ জুন নবীনগর থানায় একটি জিডি করা হয়।

পরে জানা যায়, ওই মেয়ে সেচ্ছায় বিয়ে করার জন্য  একই উপজেলার রসুল্লাবাদ গ্রামের রিয়াদুল ইসলাম শান্ত নামে তার প্রেমিককের কর্মস্থল হোমনা গিয়েছে। এই ঘটনায় আপাতত মামলা মোকাদ্দমায় না জড়িয়ে সুষ্ঠু সমাধানের জন্য মারুফার (প্রতীকী নাম) মা শিল্পী বেগম নবীনগর উপজেলার সাবেক ছাত্রলীগের আহ্বায়ক মানবিক নেতা  পারভেজ হোসেনের স্বরনাপন্ন হয়ে ছিলেন।

 এই সম্পর্কে মানবিক নেতা  পারভেজ হোসেন বলেন, আমি বাদী পক্ষকে জিজ্ঞেসা করেছি যদি উক্ত বিষয়টি সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করে দিতে পারি তবে তারা কি  কোন মামলা মোকাদ্দমায় জড়াবে, উত্তরে বাদী পক্ষ আমাকে সাফ জানিয়ে দিয়েছেন যে, আমরা কোন মামলা মোকাদ্দমায় জড়াতে চাই না। আপনি সমাধান করে দিলেই যথেষ্ট। উভয়ের কথা মত শুক্রবার ১২ জুন বিকালে নবীনগর পৌর এলাকার শেখ রাসেল স্টেডিয়ামের  রুমে আমরা বিচার কার্য করার জন্য বসলে হঠাৎ নবীনগর থানার এস আই নজরুল  এসে মারুফা(প্রতীকী নাম) ও শান্তকে ধরে থানায় নিয়ে যায়।

এদিকে মারুফার(প্রতীকী নাম) বাবা বিদেশে থাকায় এই ঘটনায় তার মা শিল্পি বেগম নবীনগর থানায় এসে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে,তাকে শান্তর বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করতে চাপ প্রয়োগ করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে জোর পূর্বক একটি মামলা দায়ের করেছে এস আই নজরুল।

এই সম্পর্কে মারুফার (প্রতীকী নাম) মা শিল্পী বেগম অভিযোগ করে জানান আমার স্বামী বিদেশে থাকে আমি ঝামেলায় জড়াতে চাই না,আমাকে থানার ভেতর জোর করে নিয়ে এস আই একটা সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে আমি স্বাক্ষর দিতে অস্বীকার করলে দারোগা আমার ভাইকে গালাগালি করে। আমি মামলা করতে চাই না আমি আমার হারানো মেয়েকে ফিরে পেয়েছি তাতেই সন্তুষ্ট। 

এ বিষয়ে নবীনগর থানার ওসি রনজিত রায় জানায়,আমারা জোর করে কোন মামালা নেইনি। বাদী আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে তদবির করিয়েছে এজন্য আমরা মামলা নিতে বাধ্য হয়েছি।