মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ১ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীনগরে বৃক্ষ রোপণ করা হয়।

মো.দেলোয়ার হোসেন, নবীনগর।
গাছ আমাদের সকলের প্রিয় বন্ধু, গাছ মানুষের জীবনে তিনটে অত্যন্ত গুত্বপূর্ণ সাহায্য করে থাকে, দেশের জলবায়ুতে গাছের বিরাট ভূমিকা রয়েছে, গাছের অভাবে একটি দেশ দুর্দারান্ত প্রান্তরে পরিণত হতে পারে। আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ব্লাড ডোনেশন সোয়ামের উদ্যোগে বিভিন্ন প্রকারের ফলদ বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ আবু কাওসার, সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান তাহসিন ভূঁইয়া রুম্মান, সাধারণ সম্পাদক দিদারুল হাসান, নির্জন, রায়হান, মনিরা মনি, নৌশিন নায়ার সোহাগী, নাসির, পারভেজ, নিপু সূত্রধর, সাইমন, সানি, আবির, নির্জন, তানভির, হৃদয়,ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দরা। ব্লাড ডোনেশন সোয়ামের বৃক্ষরোপণ কর্মসূচি মুজিব শতবর্ষ উপলক্ষে চলমান থাকবে।