নবীনগরে অসহায়দের মাঝে ব্যাটারি চালিত রিক্সা সেলাই মেশিন প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বৃহস্পতিবার অসহায়দের মাঝে ব্যাটারি চালিত রিক্সা ও সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। ভিক্ষা বৃ্ত্তি নয়, আত্মসম্মান নিয়ে বাঁচুন। যারা অসহায় ও দরিদ্র হয়েও নিজের কর্মের মাধ্যমে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই, সেরকম দুটি অসহায় পরিবারকে ১। মোঃ আব্দুল হক পিতা মৃত মাতবর আলী, পৌরসভার ভোলাচং গ্রামের ১ পাহারা ব্যক্তি কে ব্যাটারি চালিত অটো রিক্সা প্রদান করা হয়। উক্ত রিক্সাটি তার ছেলে চালাবে এবং যে রোজগার হবে তা দিয়ে তাদের সংসার চলবে। এরকমভাবে জীবন যুদ্ধে জয়ী মোসাম্মৎ নার্গিস বেগম পিতা নাজিম উদ্দিন, নবীনগর বাজারে সবজি বিক্রি করে তার জীবন পরিচালনা করে আসছে। তাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়, এই সেলাই মেশিন টি তার ছোট বোন চালনা করবে। ইতিপূর্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে গ্রামে-গঞ্জে ঘুরে অসহায় গরীব মানুষ খুঁজে বের করে গবাদি পশু এবং অটোরিকশা প্রদান করেছেন।