নবীনগরে এক ইভটিজারকে ৬ মাসের কারাদণ্ড
- September 26,2023
- 185 views

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ মঙ্গলবার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মাসুম নামের এক বখাটে ছেলেকে ইভটিজিং এর অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় মোবাইল জব্দ করা হয়েছে এবং ০৬ মাস কারাদণ্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীনগর থানার এসআই আশরাফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।
