নবীনগরে যৌথ বাহিনীর অভিযান: দুর্ধর্ষ ডাকাত ও তার সহযোগী গ্রেফতার
- October 12,2024
- 74 views
মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যৌথ বাহিনীর সফল অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত মনেক মিয়া (৫৩) এবং তার সহযোগী মোঃ সুমন মিয়া (২০)কে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আসিফ চৌধুরীর নেতৃত্বে শুক্রবার রাতে যৌথ বাহিনী নুরজাহানপুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আটককৃত মনেক মিয়া ও সুমন মিয়ার কাছ থেকে নগদ ৪০,০০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১টি চাকু এবং ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। মনেক মিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে নবীনগর থানায় ১৫টি মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় ক্যাপ্টেন আসিফ চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি বলেন, “আমরা আমাদের দায়িত্ব পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হলো সমাজকে সন্ত্রাসমুক্ত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।”