নবীনগরে ১৭টি পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এর সামগ্রী হস্তান্তর
- October 29,2024
- 80 views
মলয়া ডেস্ক
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠিত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৩-২০২৪ অর্থ বছরে বিশেষ বরাদ্দের আওতায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে দ্বিতীয় পর্যায়ে ১৭ টি স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণ করে দেয়া হয়। এ উপলক্ষে সোমবার বিকালে চরলাপাং গ্রামে ১৭ টি পরিবারকে বালতি,মগ,টয়লেট ক্লিনার, ব্রাশ, সাবান, সাবান দানী বিতরণ করা হয়। এ উপলক্ষে কার্যকরী পর্ষদের সহ-সভাপতি আবু কাওছারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান। সংক্ষিপ্ত আলোচনা সভায় হোপ সংস্থার সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক শাহরীয়া পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম, ২ নং ওয়ার্ড মেম্বার তাজুল ইসলাম, মসজিদের ইমাম হাবিবুর প্রকল্প সুপারভাইজার মোক্তার হোসেন রিপন। অসহায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগের ছাত্রটি পরিবার উপস্থিত হয়ে বিতরণকৃত সামগ্রী গ্রহণ করেন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে নির্মাণাধীন স্বাস্থ্যসম্মত টয়লেট পরিদর্শন শেষে উপকার ভোগীদের সাথে কথা বলেন।