ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জিয়া মঞ্চের সদস্য সচিব
- May 9,2025
- 156 views

মলয়া ডেস্ক
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হলেন জনপ্রিয় রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল , সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম সিরাজ। উক্ত নবগঠিত কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, সহ-সভাপতি আনিসুর রহমান মঞ্জু, সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু সাঈদ ও সদস্য হযরত আলী সহ পূর্ণাঙ্গ কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবগঠিত কমিটিকে অভিনন্দন বার্তা জানাচ্ছেন অনেকেই। নবগঠিত এই কমিটি জেলার অর্থনৈতিক উন্নয়নে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা যাচ্ছে। তাদের কর্মনিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা সকলের। এই কমিটির প্রতিটি সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে এসেছেন, যা জেলার উন্নয়নে সহায়ক হবে। কর্মীবান্ধব জননেতা কাজী নাজমুল হোসেন তাপসের অর্থনৈতিক জ্ঞান ও সাংগঠনিক দক্ষতা এবং অন্যান্য সদস্যদের অভিজ্ঞতা – এই সবকিছু মিলিয়ে একটি শক্তিশালী দল গঠিত হয়েছে। তাদের আগামী দিনের কার্যক্রমের জন্য শুভকামনা জানাচ্ছেন শত শত ফেসবুক ব্যবহারকারী।
