নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোক্তা প্রশিক্ষণের তৃতীয় ক্লাস সম্পন্ন

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সার্বজনীন গ্রুপ আয়োজন করেছে বিনামূল্যে উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ কার্যক্রম।
এই ধারাবাহিক কর্মসূচির তৃতীয় ক্লাস আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয় পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের সার্বজনীন অফিসে।
প্রশিক্ষণশালার সঞ্চালনায় ছিলেন সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার পরিচালক তানজীলা আক্তার শীলা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রযুক্তি ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আজকের তরুণ প্রজন্মই হতে পারে আগামী দিনের সফল উদ্যোক্তা। সার্বজনীন গ্রুপ সেই লক্ষ্যেই কাজ করছে।”
প্রশিক্ষণে প্রধান ট্রেইনার হিসাবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন নবীনগর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। তিনি তার সাবলীল বক্তব্যে বলেন, “একজন মানুষকে শুধু সার্টিফিকেটধারী না হয়ে আত্মবিশ্বাসী ও দক্ষ হতে হবে। সমাজে নিজের অবস্থান তৈরি করতে হলে চিন্তা-দৃষ্টিভঙ্গি এবং কাজের ধরণে নতুনত্ব আনতে হবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৪২ জন প্রশিক্ষণার্থী, যারা উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন দক্ষতা অর্জনের লক্ষ্যে নিবেদিতভাবে অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন গ্রুপে পৃথকভাবে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন কথাসাহিত্যিক ও সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান স্বপন এবং ধ্যান ঘরের পরিচালক আনোয়ার হোসেন।তাঁরা বলেন, উদ্যোক্তা হতে হলে শুধু ব্যবসা নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা ও মূল্যবোধ থাকতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিটি উদ্যোক্তাকে তার চিন্তা শক্তি ও মনের দিক দিয়ে পরিবর্তন আনা জরুরী।
এসময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তি, সাংবাদিক এস. এ. রুবেল, ট্রেইনার রুমা আক্তার, আলমগীর হোসেন, প্রমুখ।
প্রশিক্ষণের সমন্বয়কারী জেমিন আক্তার জানান, তিন মাস ব্যাপী কোর্সের (১২টি ক্লাস)আগামী সপ্তাহে পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে এবং কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদও প্রদান করা হবে।