ইরান করোনাভাইরাস শনাক্তের নতুন ডিভাইস আবিষ্কার করেছে
- April 15,2020
- 1162 views
ইরান করোনাভাইরাস শনাক্তের অভিনব এক ডিভাইস ডিভাইস আবিষ্কার করেছে। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই ডিভাইসটি উন্মোচন করেছেন।
আইআরজিসি প্রধান জানান, হাতলযুক্ত চুম্বকীয় এই ডিভাইসের মাধ্যমে ৩৩০ ফুট (১০০ মিটার) দূরত্বে থাকা ব্যক্তিও করোনায় আক্রান্ত কিনা তা জানা যাবে। শুধু তাই নয়, কোন কোন এলাকা করোনা সংক্রমিত সেটিও জানাবে এই ডিভাইস।
তিনি আরও জানান, ডিভাইসটির ভেতরে বাইপোলার ভাইরাসের ভিত্তিতে একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয়েছে। এর ফলে ডিভাইসটি অ্যান্টেনার সাহায্যে একশ মিটারের ভেতরে করোনাভাইরাসে সংক্রমিতদের শনাক্ত করবে। এমনকি মাত্র ৫ সেকেন্ডের মধ্যে সংক্রমিত এলাকাও শনাক্ত করবে ডিভাইসটি।
ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৭৭৭ জন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৩৮৯।
মেজর জেনারেল হোসেইন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশীয় বিজ্ঞানীরা অত্যাধুনিক এবং অনন্য এই যন্ত্রটি আবিষ্কার করেছেন। দেশীয় এই ডিভাইসের সবচেয়ে সুবিধা হলো, করোনা সংক্রমিতদের শনাক্তের জন্য রক্ত পরীক্ষার দরকার নেই বলে মন্তব্য করেন তিনি।
সূত্র:Channel 24
