নবীনগর ভূমি অফিস আধুনিককায়ন করণে এলইডি সাইনবোর্ড, রেকর্ডরুম ও সম্মেলন কক্ষ উদ্বোধন করেন ইউএনও
- July 30,2023
- 284 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিস আধুনিকায়ন করণে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহানের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমি অফিসের তথ্য সম্বলিত ডিজিটাল এলইডি সাইনবোর্ড, ঐতিহ্যবাহী শতবর্ষের জমিদার বাড়ি সংস্কার, রেকর্ডরুম সম্প্রসারণ ও ভূমি অফিস সম্মেলন কক্ষ নান্দনিকতার ছোঁয়ায় ঝলমল করছে। গোছালো ছিমছাম কাজগুলো বলে দেয় এই অফিস প্রধান সহ কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি দায়িত্ববোধ। গোছালো সুন্দর মনোরম পরিবেশ নান্দনিক কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। রবিবার(৩০/৭)দুপুরে জমিদার বাড়ির উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিসে উদ্বোধনের সময় স্থানীয় সাংবাদিকসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এই সময় সরকারি কমিশনার ভূমি মাহমুদা জাহান বলেন নবীনগর উপজেলার সকল মানুষকে সহজে সেবা দেয়ার প্রত্যয়এ আমার এই উদ্যোগ। সকলের সহযোগিতা নিয়ে আরো কিভাবে দ্রুত সরকারের ভূমি সেবা দেয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছি। ভূমির জটিলতা একটি বড় বিষয় আমি চাই সেবা গ্রহীতাদের দ্রুত সময়ের মধ্যে নির্ভেজাল সেবা প্রদান করতে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন নবীনগর উপজেলায় সহকারী কমিশনারের কার্যালয়টি অনেক পুরানো ছিল, আস্তে আস্তে আমরা একটি সুন্দর মনোরম পরিবেশে সেবা গ্রহীতাদের দ্রুততার সাথে সেবা প্রদানের লক্ষ্যে আলাদা আলাদা বসার স্থান এবং আধুনিকভাবে সকল কিছু তৈরি করার পাশাপাশি ডিজিটাল সেবা প্রধানের মাধ্যমে আমরা সকল সম্মানিত সেবা প্রত্যাশী দেরকে অল্প সময়ে সঠিক সেবা প্রদানের জন্য অনলাইনের মাধ্যমে সকল সেবা প্রদান করা হচ্ছে এবং একটা সময় সকল কিছুই অনলাইন হয়ে যাবে।