কারাবন্দি হেফাজতে ইসলাম নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এস আর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পথচারী হাফেজ রেজাউল করিম হত্যার তীব্র নিন্দা ও অপরাধ অপরাধীদের গ্রেপ্তার সহ বিভিন্ন সময়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে কারাগার থেকে মুক্তি দিয়ে সরকারের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানানো হয়। নবীনগর এস আর কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি বেলায়াতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে শান্তিপূর্ণ মানববন্ধনটি সঞ্চালনা করেন  ইসলামী ঐক্য জোটের নেতা মাওলানা মেহেদী হাসান। বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নবীনগর শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী, নবীনগর দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা মকবুল হোসাইন, মাওলানা ফুরকান উদ্দিন নবীপুরী, হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা মমিনুল হক ভূঁইয়া, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোক্তার হোসাইন আমিনী, মাওলানা ফরহাদ হোসাইন ফরিদী, মাওলানা আব্দুর রউফ, মুফতি আবু সুফিয়ান, মাওলানা মোফাজ্জল, হাফেজ রাকিবুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।