আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গেছি আরো অনেক দূর যেতে হবে পরিকল্পনা মন্ত্রী
- August 9,2023
- 135 views

মলয়া ডেস্ক-
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষাবৃত্তি প্রদান ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ১৫ ই আগস্ট সকল শহীদদের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বুধবার ( ৯ আগস্ট) দুপুরে অত্র কলেজ মাঠে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান।
অনুষ্ঠান টি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহাগীর আলম, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, নবীনগরের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর খান,আওয়ামীলীগ নেতা মোঃ আওলাদ হোসেন, মোহাম্মদ মাসুম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।
