নবীনগরে রতনপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
- August 18,2023
- 290 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ১৮/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ১২:৩০ ঘটিকায় উপজেলার রতনপুর ৭নং ওয়ার্ডের শাহপুর গ্রামে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহ হতে যাওয়া মেয়ের নাম: মীম আক্তার (বয়স-১৫), পিতা- মোশাররফ হোসেন। মেয়েটি শাহপুর জয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রণীর ছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়ের অভিভাবক, স্থানীয় মেম্বার জাকির হোসেন ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ দেওয়া হবেনা মর্মে অঙ্গীকারনামা গ্রহণ করেন। এসময় স্থানীয় কাজীকেও সতর্ক করা হয়েছে। এছাড়া উপস্থিত এলাকাবাসীকে বাল্যবিবাহ রোধ করতে সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার।