আমি পুনরায় এমপি নির্বাচিত হলে নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে তোলব - এবাদুল করিম বুলবুল এমপি
- August 25,2023
- 99 views

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বরিকান্দি গণিশা মাজার প্রাঙ্গণে বরিকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বরি কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান,আওয়ামী লীগ নেতা শুক্কুর খান, বিপি মোশাররফ হোসেন সরকার, নিয়াজুল হক কাজল,সফিকুর রহমান, কবির আহমেদ, প্রণয় কুমার ভদ্র পিন্টু, ফিরোজ মিয়া,সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, শামসুল আরেফিন নাঈম, মাইনুল হক সিকদার, মাহবুবুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ছাত্রলীগ- যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল বলেন, আপনারা সব সময় জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকবেন কারণ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই ভীষণ একচল্লিশ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমি পুনরায় এমপি নির্বাচিত হলে,নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে তোলব। ইতিমধ্যে নবীনগরের অনেক বড় বড় কাজ হয়ে যাচ্ছে। নদী ভাঙ্গন রূধকল্পে তেইশ শত কোটি টাকার কাজ প্রক্রিয়া দিন, সামনে আরো অনেক কাজ হবে।একটি মডেল উপজেলা হিসেবে যা কিছু করা দরকার আমি সব করবো।শুধু আমাকে আপনারা সমর্থন দিয়ে পাশে থাকবেন।
