এসএসসি পাস স্টাফ দিয়ে হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এর কাজ চালানো এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মলয়া ডেস্ক- 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ ১৮/০৯/২৩ তারিখ দুপুরে  নবীনগর উপজেলার পৌরসভা এলাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রসিকিউশনের প্রেক্ষিতে মুক্তি (প্রা:) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, এসএসসি পাশ স্টাফ দিয়ে হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানের কাজ চালানো হচ্ছে। যার ল্যাব টেকনিশিয়ানের কোন ধরনের ডিপ্লোমা ও প্রশিক্ষণ নাই। আরো দুজন ল্যাব টেকনিশিয়ান উক্ত হাসপাতালে কাজ করার কথা বললেও তাদের কেউ হাসপাতালে ছিলনা এবং প্রয়োজনীয় কোন কাগজ দেখাতে পারেননি।  এছাড়া উক্ত হাসপাতালের লাইসেন্সের মেয়াদ দুই বছর পূর্বে শেষ হলেও নবায়ন করা হয়নি। অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম মুক্তি (প্রা:) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে  মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯ অনুযায়ী সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করার পাশাপাশি প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন টেকনিশিয়ান নিয়োগ ব্যাতিত ল্যাবের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টৈ সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ।