নবীনগরে মোবাইল কোর্টে ০৫টি ড্রেজার জব্দ
- September 21,2023
- 248 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ ২১/০৯/২০২৩ তারিখ বীরগাঁও ইউনিয়নের কেদেরখোলা বালুমহালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, এসময় নির্ধারিত সীমানার বাহিরে থাকায় ৫ টি ড্রেজার ( ১.খাজা গরিবে নেওয়াজ লোড ড্রেজার
২. মেঘনার আলো ড্রেজিং প্রকল্প
৩. মায়ের দোয়া ড্রেজিং প্রকল্প
৪. শাহপরান-২
৫. তিন তারা ড্রেজিং প্রকল্প) জব্দ করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ড্রেজারগুলো বন্ধ রাখা হবে মর্মে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীনগর থানার এস আই বাছির সহ সঙ্গীয় ফোর্স।