নবীনগরে নদীর পাড় কেটে মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- January 22,2024
- 227 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করিয়া তিতাস নদীর পূর্ব পাড়ের বগডহর মৌজাস্হ সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০/ ( পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ। এছাড়া, ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি হবে না মর্মে মুচলেকা নেন। এ বিষয়ে সরকারি কমিশনার (ভূমি) বলেন পরিবেশ সংরক্ষণে ও ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
