নবীনগরে প্রতিবেশীর মিথ্যা মামলায় নিরপরাধ ব্যক্তি জেলহাজতে
- January 23,2024
- 93 views
নবীনগর পৌর সদরের হাসপাতাল পাড়ার শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী শরিফুলের দায়ের করা সাজানো মামলায় হাজতে রয়েছেন তারই প্রতিবেশী আখতার হোসেন এমন অভিযোগ তুলে স্বামীর মুক্তি ও ন্যায় বিচার দাবি জানিয়েছেন আক্তার হোসেনের স্ত্রী সুমি আক্তার। গত রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলে সুমি আক্তার ঘটনার বর্ণনা তুলে ধরে জানান হাসপাতাল পাড়ায় পাশাপাশি বসবাস করেন শরিফুল ইসলাম ও আক্তার হোসেন। আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভার নয়ম না মেনে কোন বাড়তি জায়গা না রেখে চারতলা ভবনের নির্মাণ করছিলেন শরিফুল ইসলাম । এ কারণে এই কাজে বাধা দেন তারা। এ ঘটনার জেরে ১৪ই জানুয়ারি আক্তার হোসেন ও তার মা নুরজাহান বেগম এবং বাই দুধ মিয়ার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগের মামলা করেন শরিফুল ইসলাম। মামলার জের ধরে আখতার কে গ্রেফতার করে পাঠিয়ে দেওয়া হয় জেল হাজতে। আখতারের পরিবার দাবি করেন উক্ত ঘটনার দিন আখতার বাড়িতেই ছিলেন না। সুমি আক্তারের বক্তব্য ও মূল ঘটনার সন্ধানে স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায় মামলা উল্লিখিত ঘটনার দিনে এলাকায় কোন ধরনের হামলা বা মারামারি হয়নি। এ মামলায় তিনজন সাক্ষীর মধ্যে অন্যতম নাজমা হোসেনের একটি অডিও রেকর্ড থেকে ঘটনা না জেনেই তার মামলা সাক্ষী হওয়ার বিষয়টি জানা যায়, একাধিক সূত্রু জানা যায় ঐদিন কোন হামলার ঘটনা ঘটেনি। এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন তার ওপর হামলা চালানো হয়েছে, আর তার জমি দখল করে রেখেছে । মামলা তদন্ত কর্মকর্তা এসআই আবু বক্কর জানান ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।