নবীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
- January 25,2024
- 235 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আজ বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণে পৌরসভার বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। আদালত পরিচালনাকালে চালের দোকানগুলোতে অধিক মজুদ করা হচ্ছে কিনা মনিটরিং করা হয়েছে। অভিযান পরিচালনা কালে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ টি দোকানকে ৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি হোটেল ও রেস্টুরেন্টগুলোতেও তদারকি করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩ টি রেস্টুরেন্ট ও ১ টি হোটেলকে মোট ২৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
