রাতের আঁধারে ভেকু দিয়ে ফসলি জমি কাটার সময় ৩ জন আটক।
- March 1,2024
- 140 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে আজ শুক্রবার রাতের আঁধারে ফসলি জমি কেটে মাটি ইট ভাটায় নেওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে ফসলি জমি কাটার খবর পেয়ে পুলিশ ও আনসারসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। ফসলি জমি থেকে মাটি কাটার সময় ১টি ভেকু ও ৫টি ট্রাক জব্দ করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত ভেকু ও ট্রাক থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় পার্শ্ববর্তী সুমন ইট ভাটায় তারা ফসলি জমির মাটি সরবরাহ করছিল। অভিযান শেষে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।