নবীনগরের যেখানে অবৈধ স্থাপনা সেখানেই প্রশাসনের অভিযান

মলয়া ডেস্ক ঃ
"নবীনগর পৌরসভার নারায়ণপুর ব্র্যাক অফিসের দক্ষিণ পাশে সরকারী জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে ঘুরিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অবৈধ নির্মাতা কাজ বন্ধ করছিলেন না। তাই নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা যায় অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি প্রশাসনে নজরে আসলে তাৎক্ষণিকভাবে নবীনগর উপজেলা সদরের নায়েব ফরহাদ হোসেনকে পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন।  নির্দেশ অমান্য করে আজ শুক্রবার কাজ চালিয়ে যাওয়াই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে  অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেন। উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট  বলেন ইতিমধ্যে নবীনগর বাজারের নদীর পাড়ও দখল মুক্ত করা হয়েছে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যেখানে সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হবে সেখানেই অভিযান পরিচালনা করিয়া সরকারি সম্পত্তি দখল মুক্ত করা হবে।