নবীনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত
- September 30,2024
- 54 views
মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি দেওয়ান বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সলিমগঞ্জ কলেজ ও সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি দেওয়ান আফতাবুল আলম।
মিলাদ মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বরকত উল্লাহ বদরুদ্দিন,ডাক্তার আলহাজ্ব সাজ্জাদুর রহমান ইশতিয়াক,নবীনগর উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল হোসাইন,মাওলানা হোসাইন মোহাম্মদ আফসারী,হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক,সলিমগঞ্জ খানকাহ শরীফ মসজিদের খতিব মাওলানা আবু বকর।
প্রধান অতিথি ও মোনাজাত পরিচালনা করেন গাউসে পাঁক(রা.)এর দশম পুরুষ ঢাকার প্রাচীনতম মিয়া সাহেবের ময়দান খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত শাহসূফী সাইয়েদ আব্দুর রাহীম শহীদ হুজুরের নবম সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত শাহসূফী সাইয়েদ আহমাদুর রাহীম।খেদমতে দেওয়ান আবুল ফারাহ্,দেওয়ান হাবিব হাসান, দেওয়ান খোরশেদ আলম বাকের।
এসময় অন্যান্যাদের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিলেন বড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত,সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু,বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক সেকিল, বড়িকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইছ মিয়া,,সমাজসেবক মশিউর রহমান ফয়েজ,থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবুল,বাড়াইল ইসলামিয়া একাডেমির প্রধান শিক্ষক এরশাদুর রহমান ,ইখতিয়ার আহমেদ মহসিন, গোলাম ফারুক টিপু,আতাউল হক অটু,বড়িকান্দি ইউপি সদস্য গোলাপ মিয়া,আজিজুল হক,জাকির মোক্তার সহ আরো অনেকে। এছাড়াও সলিমগঞ্জ কলেজ,সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়,সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, রাবেয়া মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ,এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ওলামায়ে কেরাম,ধর্মপ্রাণ মুসলিম জনতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন বড়িকান্দি ছাত্র কল্যাণ পরিষদ। মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা শেষে সকল মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।