নবীনগরে রতনপুর ইউনিয়নে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- November 2,2024
- 81 views
মলয়া ডেস্ক -
নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শনিবার ০২/১১/২০২৪ তারিখ বিকাল ৪ ঘটিকায় ভাউচাইল বালুর মাঠে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। রতনপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শরিফুল ইসলাম সাকলাইন মাস্টারের সভাপতিত্বে দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নবীনগরের মাটি ও মানুষের জননন্দিত নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির তিনবারের সভাপতি ও আগামী নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিম,
আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট মাসুদুল ইসলাম মাসুদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিএনপি নেতা মোঃ শুক্কুর খান সহ স্থানীয় বিএনপি ছাত্রদল, যুবদল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, দেশের মানুষ যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। আমরা সেঊ গণতন্ত্র রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং এদেশের মাটিতে শেখ হাসিনা ও তার দোষরদের বিচার করব। সমাবেশ স্থলে এক পর্যায়ে নেতাকর্মী সমর্থকসহ হাজারো লোকের সমাগম হলে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনারা সকলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একতাবদ্ধ থাকবেন এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করব ইনশাল্লাহ