নবীনগরে বিএনপির বিশাল শো ডাউন দিয়ে রাজপথে নাজমুল হাসান তাপসের অনুসারিরা।

মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার(১৬/১১২০২৪) বিকালে ২০১৮ সালে ধানের শীষ থেকে মনোনয়ন পাওয়া কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারিরা তাদের পূর্ব নির্ধারিত জনসভাটি নবীনগর বড় বাজার থেকে সরিয়ে নবীনগর সমবায় মার্কেটের সম্মুখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে যা কর্মীদের উচ্ছ্বাস ও আবেগে জনসমুদ্রে পরিনত হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক  সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি  আবু সাইদ (কমিশনার)। যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মুকুলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড: আনিসুল হক, সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু, উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, পৌর যুবদলের আহবায়ক আলী আজ্জম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হযরত আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম রুবেল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন, পকেট কমিটি যেখানেই মিটিং করবে সেখানেই প্রতিবাদ করা হবে। প্রধান অতিথি  শফিকুল ইসলাম বলেন, পকেট কমিটির মাধ্যমে নবীনগর বিএনপির রাজনীতি চলতে পারে না।তাপসের নেতৃত্বে প্রতিহত করা হবে এই পকেট কমিটিকে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড: আনিছুর রহমান মঞ্জু বলেন, পকেট কমিটি দিয়ে বিএনপির রাজনীতি চলতে পারে না।সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু বলেন, তাপসকে দিয়েই চলবে আগামীদিনের  নবীনগরে বিএনপির রাজনীতি।