নবীনগরের সাংবাদিক সমাজের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময়
- November 19,2024
- 31 views
মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ ১৯/ ১১/ ২৪ রোজ মঙ্গলবার সকাল ১১টায় নবীনগর উপজেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক। নবীনগর থানার কম্পাউন্ডে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিজের পরিচয় দিয়ে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। তারপরে উপস্থিত সকল সাংবাদিকরা একে একে সকলের পরিচয় পর্ব উপস্থাপন করেন।
ব্যক্তিগত পরিচয় পর্ব শেষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় নবাগত ওসি মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।মাদক, জোয়া ,চুরি,ডাকাতি রোধে তিনি সাংবাদিক সহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেন। নবীনগরে যোগদানের পরে বিএনপির দুই পক্ষের এক স্থানে সভাকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল তিনি তা দক্ষতার সাথে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন করার জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে চৌকস অফিসার ইনচার্জকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামলা সংক্রান্ত বিষয়ে অফিসার ইনচার্জ বলেন আমরা কোন অপরাধে সংশ্লিষ্ট না থাকলে কাউকে গ্রেফতার করবো না, আর নিরাপরাধ কোন ব্যক্তির নামে মামলা নেওয়ার সুযোগও নেই। উল্লেখ্য যে গত ১৩/১১/২৪ তারিখে অভিসার ইনচার্জ হিসেবে নবীনগরে যোগদান করেন। তিনি বক্তব্যের একপর্যায়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন আমার কোন অফিসার যদি ঘোষ বানিজ্যের সাথে জড়িত থাকে প্রমান পেলে নবীনগর থানায় থাকার সুযোগ পাবে না। আপনারা সকলেই সঠিক নির্ভুল তত্ত্ব দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই আক্কাস আলী, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আবু কাওছার, নবীনগর রিপোটার্স প্রেস ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু,নবীনগর থানা প্রেস ক্লাবের সভাপতি এমকে জসীম উদ্দীন,সাংবাদিক কল্যান সমিতির সভাপতি হেলাল উদ্দীন, নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান, রিপোটার্স প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক কল্যান সমতির সাধারন সম্পাদক সোহেল খান সহ অর্ধ শতাধিক ফ্রেন্ড ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিতছিলেন।