নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- December 9,2024
- 201 views

মায়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ সোমবার ০৯/১২/২০২৪ তারিখ সময় ১২:৩০ ঘটিকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রেসক্লাবের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। বর্ণাঢ্য র্য্যালী শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন শেষে উপজেলা কনফারেন্স রুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের কথা গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে স্লোগান করে কার্যক্রমের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী । উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হোসেন শান্তি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানউল্লা, নবীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহবুব আলম লিটন, প্রেসক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন, হোপ কার্যনির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন কবির, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাওছার, কমিটির সদস্য মিসেস আমেনা খাতুন, অধ্যাপিকা শিউলি পারভিন,মাওলানা আব্দুল মতিন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাফিউল আলম, সাংবাদিক মিঠু সূত্রধর, মোঃ আনোয়ার হোসেন, শিক্ষার্থী আফরোজা জাহান আঁখি ও আরিয়ান আবির প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য আব্বাস উদ্দিন হেলাল।স্থানীয় এনজিও হোপ উক্ত অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে সার্বিকভাবে সহযোগিতা করেন। এসময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
