ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জোয়ার আসর থেকে ৭ জোয়ারী গ্রেফতার!

মলয়া ডেস্ক 

 নবীনগর থানাধীন রসুল্লাবাদ ইউনিয়নের লহড়ি গ্রামের জনৈক মামুন মিয়ার এর বসত ঘরের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় নগদ ৩৬,৯৪০/- টাকাসহ সাত জোয়ারিকে গ্রেফতার করে নবীনগর থানা পুলিশের এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে। 
আসামীরা ১। হাসান মিয়া (৪০), পিতা-মৃত মোনাফ মিয়া, গ্ৰাম-রছুল্লাবাদ, ২। মোকাদ্দেছ (৫০), পিতা-মৃত সামছুল হক বেপারী, গ্ৰাম-দাররা, ৩। রবিউল আওয়াল (৩২), পিতা-মোঃ আরজু মিয়া, গ্ৰাম-যশাতুয়া, ৪। মোঃ নাহিদ (৩০), পিতা-মৃত ফারুকুল ইসলাম, গ্ৰাম-খাগাতুয়া, ৫। ছবির মিয়া (৩০), পিতা-মৃত আব্দুর রহিম, গ্ৰাম-রতনপুর, ৬। মোঃ জামাল (৪৫), পিতা-মৃত ফুলচান মিয়া, গ্ৰাম-লহড়ি, ৭। মোঃ হৃদয় (৩২), পিতা-মোঃ শাহ আলম, গ্ৰাম-রছুল্লাবাদ,নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।