নবীনগরে মডার্ন কিন্ডারগার্টেন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
- January 22,2025
- 40 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামে প্রতিষ্ঠিত মডার্ন কিন্ডার গার্টেন এর উদ্যোগে গত ২২/০১/২০২৫ তারিখ বিকাল ৪ঃ০০ ঘটিকায় চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মডার্ন কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এ, কে, এম আসাদুজ্জামান কল্লোল এর সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনা পর্ষদের সদস্য মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত সার্কেল ঢাকা-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ, কে, এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসাইন, নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু কাওছার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাতেমা জোহরা। অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্য মোঃ আলমগীর সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ, কে, এম কামরুজ্জামান বলেন, শিক্ষার মানোন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব, স্কুলের উন্নয়নকল্পে এবং মান বৃদ্ধির লক্ষ্যে আমি সর্বাত্মক সহযোগিতা করবো, ভালো শিক্ষার পাশাপাশি সকলকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, আপনাদের সকল প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ।
