নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান
- May 5,2025
- 145 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ০৫/০৫/২০২৫ ইং দুপুর ১২ ঘটিকায় কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫। প্রতি বছরের ন্যায় এই বছরও পরিচালক মোঃ জামান খান (কালাঘড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত রোল নং ১ থেকে ৩ পর্যন্ত প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোঃ আবু কাওছার বর্তমান কমিটির অভিভাবক প্রতিনিধি শাফিউল আলম সবুজ,কালঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান পায়েল, প্রভাষক গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপন, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার ইব্রাহিম খান ইবন , ও ফকির আবুল কালাম ,বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকল বক্তাগণই তাঁদের জ্ঞানগর্ভ ও প্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
আজকের বৃত্তি প্রদান অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস আর অভিভাবকদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও বৃত্তির অর্থ তুলে দেন অনুষ্ঠানের সভাপতিও অতিথিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিচালক মোঃ জামান খান বলেন, "এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাগ্রহণের পথকে আরও সুগম করা। আমরা বিশ্বাস করি, আজকের এই তরুণর শিক্ষার্থীরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ।"
অনুষ্ঠানে আগত অভিভাবক ও শিক্ষাবিদগণ এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে উৎসাহিত করবে এবং সমাজে শিক্ষার গুরুত্ব বাড়াতে সহায়ক হবে। এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল তারুণ্যের স্বপ্নপূরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কৃতি শিক্ষার্থীদের সম্মান জানানোর পাশাপাশি এই অনুষ্ঠান আগামী প্রজন্মের জন্য এক নতুন বার্তা পৌঁছে দেবে।
