ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জিয়া মঞ্চের সদস্য সচিব

মলয়া ডেস্ক 
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হলেন জনপ্রিয় রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল , সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম সিরাজ। উক্ত নবগঠিত কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, সহ-সভাপতি আনিসুর রহমান মঞ্জু, সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু সাঈদ ও সদস্য হযরত আলী সহ পূর্ণাঙ্গ কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবগঠিত কমিটিকে অভিনন্দন বার্তা জানাচ্ছেন অনেকেই। নবগঠিত এই কমিটি জেলার অর্থনৈতিক উন্নয়নে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা যাচ্ছে। তাদের কর্মনিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা সকলের। এই কমিটির প্রতিটি সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে এসেছেন, যা জেলার উন্নয়নে সহায়ক হবে। কর্মীবান্ধব জননেতা কাজী নাজমুল হোসেন তাপসের অর্থনৈতিক জ্ঞান ও সাংগঠনিক দক্ষতা এবং অন্যান্য সদস্যদের অভিজ্ঞতা – এই সবকিছু মিলিয়ে একটি শক্তিশালী দল গঠিত হয়েছে। তাদের আগামী দিনের কার্যক্রমের জন্য শুভকামনা জানাচ্ছেন শত শত ফেসবুক ব্যবহারকারী।