নবীনগরে ঈদ-উল-আযহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরন

মলয়া ডেস্ক 

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নবীনগর পৌরসভার উদ্যোগে আজ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল থেকে নবীনগর পৌর এলাকার ৫ নংওয়ার্ডে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই সহায়তা বিতরণ শুরু হয়। প্রতিটি পরিবারের হাতে নির্ধারিত পরিমাণ চাল পৌছে দেওয়া হয় পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী।

চাল বিতরণ কার্যক্রমের তদারকিতে ছিলেন নবীনগর পৌরসভার কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সদস্যরা।

নবীনগর পৌরসভার একজন কর্মকর্তা জানান, “ডিজিএফ কর্মসূচির আওতায় আজ ৪৭০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের তালিকা পূর্বেই যাচাই-বাছাই করা হয় যাতে প্রকৃত দরিদ্ররাই এই সহায়তা পান।”

চাল বিতরণ কার্যক্রম চলাকালে কোনোরূপ বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। উপকারভোগীদের মুখে ঈদের আগেই সহায়তা পাওয়ার আনন্দ ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই চাল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। ঈদের আগে এই সহযোগিতা আমাদের জন্য বড় ভরসা।”

উল্লেখ্য, প্রতিবছর ঈদ-উল-আযহা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ ধরনের খাদ্য সহায়তা প্রদান করা হয়ে থাকে।