নবীনগরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বিকেল ৫ ঘটিকায় চার গ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিবলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য বিগত সতের বছরে বিএনপি'র কারানির্যাতিত নেতাকর্মীদের  আস্থার বাতিঘর রাজীব আহসান চৌধুরী পাপ্পু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোঃ মজিবুর রহমান, ৫ ই আগস্টে নিহত শহীদ তানজিল মাহমুদ এর পিতা মোঃ শফিকুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, মহান স্বাধীনতার ঘোষণা এবং দেশ গঠনে তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক যিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশের চলমান বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত সহস্র নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।