নবীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

মলয়া ডেস্ক 
মোঃ আবু কাওছার ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ প্রতিনিধি
৩রা জুন ২০২৫ ইং ১২০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে  উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মুকুলের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হযরত আলী,  নবীনগর উপজেলা যুবদল আহবায়ক ইমদাদুল বারী,  নবীনগর পৌর যুবদলের আহ্বায়ক 
আলী আজ্জম, আশ্রাফ হোসেন রুবেল সাবেক সভাপতি নবীনগর পৌর ছাত্রদল, রাজু খান সাবেক সাধারণ সম্পাদক নবীনগর সরকারি কলেজ ছাত্রদল, আল মামুন আহ্বায়ক জিয়া মঞ্চ নবীনগর উপজেলা শাখা ও সাবেক কাউন্সিলর ৬ নং ওয়ার্ড পৌরসভা, সাইদুর রহমান নবীনগর উপজেলা যুবদল নেতা, রুবেল আকরাম সদস্য সচিব জিয়া মঞ্চ নবীনগর উপজেলা শাখা, গোলাম মোস্তফা নবীনগর উপজেলা শ্রমিকদল, সিরাজুল ইসলাম সাবেক সহ-সভাপতি নবীনগর উপজেলা ছাত্রদল, আব্দুল্লাহ আল মামুন আহ্বায়ক নবীনগর পৌর জিয়া মঞ্চ ,শামীম আহমেদ সদস্য সচিব নবীনগর পৌর জিয়া মঞ্চ, আপেল মাহমুদ সাবেক আহবায়ক নবীনগর উপজেলা ছাত্রদল, গোলাম সামদানি হৃদয় সাবেক আহবায়ক নবীন সরকারি কলেজ ছাত্রদল, সাদ সজিব সাবেক সদস্য সচিব নবীনগর পৌর ছাত্রদল, জাহিদুল ইসলাম সাবেক আহবায়ক নবীনগর পৌর ছাত্রদল, শফিকুল ইসলাম তপু সাবেক-সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জেলা ছাত্রদল, মোঃ জহিরুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা। অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সভাপতি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর উন্নয়নমূলক কার্যক্রম আজও স্মরণীয় তিনি আরো বলেন বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। আপনারা সেই বিএনপিকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না এবং কোন ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছেন সেই সাথে নেতাকর্মীদেরকেও ধৈর্য ধারণ করতে বলেছেন তাই আমরা ধৈর্য ধরে আছি।
অনুষ্ঠানের শেষ ভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি ইকবাল মোল্লা মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়