হেলিকপ্টারে ব্যবসায়ীর বিয়ে, চমকে গেল নবীনগরবাসী
- June 12,2025
- 948 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে ১২-০৬-২০২৫ তারিখ রোজ সোমবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কমিশনার আবু তাহেরের সেজো ছেলে, স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী রহমত উল্লাহর ব্যতিক্রমধর্মী বিয়েকে ঘিরে পুরো এলাকায় আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে তিনি সবার নজর কাড়েন। তার এই অনন্য আয়োজনে হাজারো মানুষ ভিড় করেন বিয়ের দৃশ্য দেখতে। এই আলোচিত বিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের মাটি ও মানুষের নেতা, তারুণ্যের অহংকার জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস সহ বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, রহমত উল্লাহ নিজ এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। রহমাতুল্লাহ পরিবারের পক্ষ থেকে এই বিয়েকে স্মরণীয় করে রাখতে এবং এলাকাবাসীকে চমকে দিতে ব্যতিক্রমধর্মী আয়োজনের সিদ্ধান্ত নেন। হেলিকপ্টারে করে নিজ বাড়ি নবীনগর পশ্চিম পাড়া থেকে সোহাতা গিয়ে পৌঁছান তিনি। বরকে আকাশপথে আসতে দেখে এলাকাবাসী চমকে ওঠেন, অনেকেই মোবাইল ফোনে সেই স্মরণীয় মুহূর্ত ধারণ করেন। বর পক্ষের হেলিকপ্টারে আগমনকে ঘিরে কনের বাড়িতেও দেখা যায় উৎসবের আমেজ। রহমত উল্লাহ এবং তার পরিবারের সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে জিয়াউর রহমানের মেয়ে নাহিদা আক্তারের সঙ্গে ধর্মীয় এবং সামাজিক নিয়ম অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর নববধূকে নিয়ে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে ফিরে যান বর।
এ বিষয়ে রহমত উল্লাহ বলেন, “আমি চেয়েছিলাম আমার জীবনের বিশেষ দিনটিকে কিছুটা আলাদাভাবে উদযাপন করতে। পরিবারও আমার এই পরিকল্পনায় আনন্দ প্রকাশ করেছে।” এর জন্য আমি আমার বাবা ও বড় ভাই সহ পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
স্থানীয়রা জানান, “এই ধরনের বিয়ে আমাদের এলাকায় আগে কখনও দেখা যায়নি। মনে হচ্ছিল যেন সিনেমার কোনো দৃশ্য চোখের সামনে দেখছি।”
এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ একে যুগোপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।
