নবীনগরে এনজিও হোপের পক্ষ থেকে ড. সালেহ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা স্মারক প্রদান

মলয়া ডেস্ক 
নবীনগর, ৫ জুলাই ২০২৫: নবীনগরের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ নিজ উপজেলা নবীনগরে আগমন করলে তাকে উষ্ণ ও আনন্দঘন সংবর্ধনা জানিয়েছে স্থানীয় এনজিও 'হোপ' (HOPE)। তার আগমনকে কেন্দ্র করে নবীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 'আমরা আনন্দিত' স্লোগান সম্বলিত বর্ণিল ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে, যা পুরো উপজেলা জুড়ে এক উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

দীর্ঘদিন পর নিজ জন্মভূমিতে  আসা ড. সালেহ উদ্দিন আহমেদকে বরণ করে নিতে স্থানীয়রা ছিল উৎসুক। হোপ-এর পক্ষ থেকে তাকে শুধুমাত্র বরণই করা হয়নি, তার আগমনের বার্তা ছড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে দৃষ্টি নন্দন ব্যানার। এই ব্যানারগুলোতে ড. সালেহ উদ্দিন আহমেদের ছবি এবং 'আমরা আনন্দিত' স্লোগানটি বিশেষভাবে লক্ষণীয়। ব্যানারগুলো নবীনগরের হোপ, আলিয়াবাদ, নবীনগর বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।
এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, উপদেষ্টা মহোদয়কে হোপ-এর নির্বাহী পরিচালক একে এম আসাদুজ্জামান কল্লোল হোপ-এর মনোগ্রাম সম্বলিত একটি বিশেষ মগ উপহার দেন। এই উপহার বিনিময় এক সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি করে, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। ড. সালেহ উদ্দিন আহমেদের এই আগমন নবীনগরের উন্নয়নে নতুন করে আশার সঞ্চার করেছে। স্থানীয়রা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নবীনগরের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হোপ-এর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।