সহকারী ভূমি কমিশনার সায়মা হাসানকে তার দায়িত্ব থেকে অভ্যাহতি।
- March 28,2020
- 747 views

যশোরের মনিরামপুরের ভাম্যমান আদালতে তিন বৃদ্ধকে অপমানের ঘটনায় সহকারী ভূমি কমিশনার সায়মা হাসানকে তার দায়িত্ব থেকে অভ্যাহতি দিয়েছে। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হাসান সাংবাদিকদের জানান ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরে উঠবস করার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সায়মা হাসানকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যলয়ে যুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তাছারা তিন বৃদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বৃদ্ধদের ঘরের খুঁজ নিয়ে খাবার আছে কিনা তাদেরকে খাবার দেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে সরকারী আচরণবিধি মেনে চলারও নির্দেশ দিয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হাসান।
সুত্র: DBC NEWS
