ইমাম মুয়াজ্জিন ও শিক্ষকরা যদি এগিয়ে আসে তাহলে মাদকমুক্ত সমাজ গঠন অনেকাংশে সহজ হবে বললেন এমপি বুলবুল

মলয়া ডেস্ক-

প্রতিবাদের সুরে,মাদক থাকবে দূরে,এই স্লোগান কে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের পৌর শাখার উদ্যোগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও মাননীয় জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস,সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোশারফ হোসাইন নবীনগর থানার ওসি তদন্ত নুরে আলম, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান,যুবক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন, উপ-প্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র, সুনামগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার,সাধারণ সম্পাদক ওমর ফারুক, নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, মাদক মুক্ত নবীনগর পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা শাখার সহ-সভাপতি শাকিল রেজা,সহ-সভাপতি দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি তৌফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সময়ের আলো প্রতিনিধি সুমন আহমেদ মাস্টার , যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু, নবীনগর তিতাস টিভির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, দৈনিক ভোরের সময় প্রতিনিধি ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, ওয়াসিম,মামুন পাশা,ইকরামুল হক।
সার্বিক সহযোগিতায়, মাজেদুল ইসলাম সাধারন সম্পাদক মাদক মুক্ত নবীনগর চাই পৌরশাখা।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এবাদুল করিম বুলবুল বলেন,,একটি দেশ সকল দিক থেকে অগ্রসর হওয়ার জন্য যুবসমাজের অগ্রনী ভূমিকা থাকে।সেই যুবসমাজ যদি মাদকের কড়াল-গ্রাসে ধ্বংস হয়ে যায়,তাহলে সে জাতি কখনো সফল হবে না,হতে পারে না।তাই যুব সমাজ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সমাজের সকল কে একসঙ্গে কাজ করতে হবে।আর সেক্ষেত্রে ইমাম-মুয়াজ্জিন ও শিক্ষকরা যদি এগিয়ে আসেন মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরী করেন,তাহলে সমাজ থেকে মাদক কে নিমূল করা অনেকাংশে সহজ হবে। তাই মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সাথে সকল কে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী খেলায় রছুল্লাবাদ ফুটবল ক্লাব কে ট্রাইব্রেকারে ১-০ শূন্যে পরাজিত করে নারায়ণপুর ক্লাব বিজয়ী হয়।