নবীনগরে মোবাইল কোর্টে অর্থদন্ড প্রদান করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

মলয়া ডেস্ক-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৩/৪/২২)নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় ও পবিত্র রমজান উপলক্ষ্যে নবীনগর পৌর-বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। এসময় বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ০৩ টি মামলায় ০৩ জন দোকান মালিককে ১৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভবিষ্যতের জন্য সতর্কবাণী করে বলেন পরবর্তীতে ইফতারসামগ্রী খোলা অবস্থায় বিক্রি করলে জেল এবং জরিমানা দুইটাই প্রদান করা হবে। তিনি বাজারের প্রতিটি দোকানে ঘুরে ঘুরে সকল দোকানদারদেরকে দ্রব্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীনগর থানার এএসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।