নবীনগরে ভিজিডি কার্যক্রমের ৮৯ জন মহিলার মাঝে টাকা বিরতণ

মলয়া ডেস্ক-

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ৭নং পশ্চিম ইউনিয়ন পরিষদের ২১-২২ অর্থবছরের সঞ্চয়কৃত অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে পশ্চিম ইউপি অস্থায়ী কার্যালয়ে (গোলাপ চেয়ারম্যান মার্কেটের ২য় তলায়) এ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়।পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম (নুর আজ্জম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম।আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী অমর কৃঞ্চ কুন্দ্রু। ইউপি সচিব সঞ্জিত সাহা, ইউপি সদস্য মজিবুর, লিটন, জীবন, আরিফ, লতিফ, সৈয়দ ও সংরক্ষিত মহিলা সদস্য আলিয়া বেগম। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম বলেন বিজিডি কার্যক্রম ২১-২২ অর্থবছরের উপকারভোগীদের নিজ নিজ নামে ব্যাংক একাউন্ট খোলার সরকারী  নির্দেশ থাকলেও পূর্বের সচিব ও চেয়ারম্যান তাদের ব্যাক্তিগত একাউন্ট খোলে অর্থ জমা রাখেন যা সরকারি পরিপত্রে নেই। উপকারভোগীদের অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের সহযোগিতায় পূর্বের চেয়ারম্যান ও সচিবের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। সে জন্য টাকা প্রদান করিতে বিলম্ব হয়। আজ ইউপি সদস্যগনের উপস্থিতিতে ৮৯জন উপকারভোগী মহিলাদের মাঝে প্রতি মাসে ২০০ টাকা করে দুই বছরে সঞ্চিত ৪৮০০ টাকা করে সর্বোমোট ৪২৭২০০ টাকা বিতরণ করা হয়েছে।